
বলিউড অভিনেত্রীর মুখে এমন কথা শুনলে এখন মোটেও ভাবা`ন্ত`র ঘটে না। টলিউডও এখন প্রা`প্তবয়`স্ক`দের জায়গা। খোলামেলা অভিনয় করলেও টলিউডের কেউ খোলামেলা কথা-বা`র্তা বলেন না। কিন্তু এমন ম`ন্তব্য যদি আসে র`ঞ্জি`ত মল্লি`কের ক`ন্যার মুখে তাহলে অবাকই হতে হয়।অভিনয়ই সব। আর অভিনয়ের জন্য ন`গ্ন`তাকে সমানে আনতে অসুবিধা নেই। স`ম্প্রতি এক সা`ক্ষা`তকারে কোয়েল বলেন,
‘প্রতিদিনই আমাদের ন`গ্ন হতে হয়। এতে লু`কোচু`রির কি`ছু নেই ।’ আর কোয়েলের ওই ম`ন্ত`ব্যের পর থেকেই টলিউডে বেশ গু`ঞ্জ`ন
শু`রু হয়েছে।ক`ঙ্গনা রানাওয়াত কিংবা করিনা কাপুরদের মত বি টাউনের দাপুটে অভিনেত্রী`রা এসব বললেও কেউ না হয় খুব একটা বি`স্মিত হতে হত না। কি`ন্তু, র`ঞ্জি`ত ম`ল্লি`কের ক`ন্যার মুখে এ কথা শু`নে একটু অবাকই হতে হয়।সাংবাদিকদের সব প্রশ্নে`র `উত্তরের স`ঙ্গে
স্ব`স্তিকার বিষ`য়টি নিয়েও প্রশ্ন করা হয় কোয়েলকে। স্ব`স্তি`কর স`ঙ্গে সম`স্যা ছিল, ব`র্তমানে সেটা মিটে গিয়েছে বলে জানান তিনি। ভবিষ্য`তে ভাল অফার পেলে তিনি অবশ্য`ই স্ব`স্তিকার স`ঙ্গে অভিনয় করবেন বলেও স্প`ষ্ট জানিয়েছেন টলি পাড়ার ওই প্রথম সারির অভিনেত্রী।পাশাপাশি জানান, স্ব`স্তি`কা অনেক সাহসী অভিনেত্রী। তিনি অনেক খোলামেলা এবং অভিনয়েও পারদ`র্শী। তবে, স্ব`স্তি`কার মত অতটা সাহসী তিনি এখনও হয়ে উঠতে পারেননি বলেও জানান তিনি।
দৃষ্টি আকর্ষণ – আমরা রাজনীতির কিছু কিছু সংবাদ সংগ্রহ করে সাইটে শেয়ার করি, যদি এই পোষ্ট নিয়ে আপনাদের কোন সমস্যা থাকে তাহলে অনুগ্রহ করে আমাদের জানাবেন আমরা এই পোষ্টটি ডিলিট করে দিব ধন্যবাদ।